তারাগঞ্জ উপজেলা (রংপুর জেলা) আয়তন: ১২৮.৬৪ বর্গ কিমি। অবস্থান: ২৫°৪৪´ থেকে ২৫°৫০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°৫৭´ থেকে ৮৯°০৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে কিশোরগঞ্জ উপজেলা (নীলফামারী), দক্ষিণে বদরগঞ্জ উপজেলা, পূর্বে গঙ্গাচড়া ও রংপুর সদর উপজেলা, পশ্চিমে সৈয়দপুর উপজেলা।
জনসংখ্যা ১১৯৯২৭; পুরুষ ৬১৯৩৪, মহিলা ৫৭৯৯৩। মুসলিম ১০৪৪১৭, হিন্দু ১৫৪৯১ এবং অন্যান্য ১৯।
জলাশয় নদী: যমুনেশ্বরী, চিকলী, হাতখোপা বিল উল্লেখযোগ্য।
প্রশাসন তারাগঞ্জ ১৯৮০ সালের পূর্ব পর্যন্ত বদরগঞ্জ থানার অন্তর্ভুক্ত ছিল। ১৯৮০ সালের ১ জানুয়ারি বদরগঞ্জ থানার ৪০ টি গ্রাম নিয়ে তারাগঞ্জ থানা গঠন করা হয় এবং ১৯৮৪ সালে এটি উপজেলায় রূপান্তর করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস