Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

 

          তারাগঞ্জ উপজেলার ডিগ্রী কলেজের একটি বিশাল মাঠ রয়েছে যেটাকে কেন্দ্র করে তারাগঞ্জ উপজেলার খেলাধূলা নিয়ন্ত্রিত হয়। পুরাতন ঐতিহ্যবাহি খেলা ফুটবল এখানকার লোকের কাছে খুবই সমাদৃত।প্রতি বৎসরই আন্তঃজেলা ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অত্র উপজেলার ব্যবস্থাপনায়। এছাড়াও হাডুডু,কাবাডি, বৌছি,কানামাছি,দাড়িয়াবান্দা,ফুলন খেলা,ডান্ডাগুলি (স্থানীয় ভাষায় চেংকু-পেনটি), লাঠিখেলা, তরবারী খেলা ইত্যাদি উল্লেখযোগ্য গ্রামীন খেলা হিসেবে সমাদৃত। এছাড়াও  ভলিবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, এথলেটিকস ইত্যাদি সমসাময়িক খেলাধুলা এ উপজেলায় বিভিন্ন সময় আয়োজন করা হয়ে থাকে। ক্রিকেট খেলা এলাকাবাসির কাছে অধিক জনপ্রিয়তা লাভ করেছে।