ফকির সন্নাসী বিদ্রোহের সময় ১৭৭২ সালের ৩০ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ নামক স্থানে ইংরেজ বাহিনীর সাথে ফকির সন্নাসীদের তুমুল লড়াই হয়। এ লড়াইয়ে ইংরেজবাহিনী পরাজিত হয় এবং ইংরেজ সেনাপতি টমাস নিহত হয়।‘রংপুর বিদ্রোহ’ নামে খ্যাত কৃষক প্রজা বিদ্রোহে (১৭৮৩) বদরগঞ্জ ইউনিয়নে একটি বড় ঘাঁটি ছিল। নীল বিদ্রোহ (১৮৫৯) এ অঞ্চলের একটি ঐতিহাসিক ঘটনা। এছাড়াও তেভাগা আন্দোলন (১৯৪৬-৪৭), হাটতোলা আন্দোলনে (১৯৩৭-৪০) এ অঞ্চলের লোক সক্রিয় অংশ গ্রহণ করে। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর যমুনেশ্বরী নদীর উপর বরাতি ব্রিজে এক গণহত্যা সংঘটিত হয় এবং আগস্ট মাসে পাকসেনারা সয়ার ইউনিয়নের দাড়ার পাড় গ্রামের কয়েকজনকে আটক করে এবং পরে হত্যা করে। ১নং আলমপুরের মধুরামপুর দোলাপাড়ায় ১৪ এপ্রিল ১৯৭১ সালে ১১ জন নিরীহ মানুষ কে হত্যা করে পাক বাহিনীর সৈন্যরা। সেই গনহত্যা থেকে ভাগ্যের জোরে বেঁচে যান শাহজাহান মন্ডল বাদশা । নিহত ব্যক্তিদের স্মরণে বর্তমান সাংসদ আবুল কালাম আহসানুল হক চৌধুরী ডিউক সাহেবের সহযোগিতায় বদ্ধভূমির নির্মান কাজ সম্পন্ন হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS