মূলতঃ তারাগঞ্জের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে কৃষির উপর ভিত্তি করে। ব্যবসা বাণিজ্যও মূলতঃকৃষি নির্ভর।তারাগঞ্জ হাট ব্যবসা বাণিজ্যের কেন্দ্র বিন্দু। এই হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যবসায়ী প্রতিষ্ঠান –আদা ও হলুদের আড়ৎ, চামড়ার আড়ৎ তামাক আড়ৎ ধান , পাট ও আলুর আড়ৎ ।আড়ৎগুলো এখানে মালামল ক্রয় করে সরাসরি বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। উল্লেখ্য যে, এসব কারণে তারাগঞ্জ হাট উপজেলা পরিষদের রাজস্ব আয়ের প্রধান উৎস ।২০১২-১৩ অর্থ বছরে হাটটি ডাক হয় ১কোটি ৪০ লাখ টাকা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS