Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্যবসা বাণিজ্য

 

 

          মূলতঃ তারাগঞ্জের অর্থনৈতিক কাঠামো গড়ে উঠেছে কৃষির উপর ভিত্তি করে। ব্যবসা বাণিজ্যও মূলতঃকৃষি নির্ভর।তারাগঞ্জ হাট ব্যবসা বাণিজ্যের কেন্দ্র বিন্দু। এই হাটকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যবসায়ী প্রতিষ্ঠান –আদা ও হলুদের আড়ৎ, চামড়ার আড়ৎ তামাক আড়ৎ ধান , পাট ও আলুর আড়ৎ ।আড়ৎগুলো এখানে মালামল ক্রয় করে সরাসরি বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে। উল্লেখ্য যে, এসব কারণে তারাগঞ্জ হাট উপজেলা পরিষদের রাজস্ব আয়ের প্রধান উৎস ।২০১২-১৩  অর্থ বছরে হাটটি  ডাক হয় ১কোটি ৪০ লাখ টাকা।